শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

কতো সুন্দর করে সৃষ্টি করেছো

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
প্রভু তুমি আমাকে, 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
এই বসুন্ধরা কে ।   

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
আকাশ বাতাস ওই সাগর, 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
বৃক্ষ তরুলতা কাঁকর পাথর । 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
প্রভু বহমান নদীকে, 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
এই বসুন্ধরা কে ।   
কতো সুন্দর করে...........

কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
হাজারো নিয়ামত,  
বান্দার তরে তাই দিয়েছো তুমি 
পাঁচ ওয়াক্ত সালাত । 
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
প্রভু রাত কে ।
কতো সুন্দর করে সৃষ্টি করেছো 
এই বসুন্ধরা কে ।   
কতো সুন্দর করে...........।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন