শনিবার, ১৬ মার্চ, ২০২৪

এই বরকত মাস'টা যেন

এই বরকত মাস'টা যেন 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

আমি রোজাদার.. তুমি রোজাদার 
যদি মিথ্যা কথা বলি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি । 

ঝগড়া বিবাদ চোগলখুরি
যদি এই দেহে থাকে, 
সওয়াব পাবে কেমন করে
তুমি রবের পক্ষ থেকে । 
উপোষ থাকার মাস তো নয়...
ভাবতে তোমায় বলি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি ।  
আমি রোজাদার............

তুমি যদি হও চরিত্রবান 
আমানাত রক্ষাতে, 
সফলতা পাবে বন্ধু
এই রোজার মধ্য হতে ।
এই বরকত মাস'টা যেন... 
যায়না খালি খালি, 
রোজা হবে কেমন করে 
বন্ধু দিলে তুমি গালি । 
আমি রোজাদার............।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন