দ্বীন কায়েমের তরে
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
দ্বীন কায়েমের তরে
স্বপ্ন দেখো তুমি - স্বপ্ন দেখো,
সেই স্বপ্ন টাকে
বাস্তবায়ন করার - লক্ষ্যে থাকো ।
পাবে তুমি সফলতা
আশাহত হয়োনা,
হতাশা কে মাড়িয়ে
সামনে হাঁটো ।
দ্বীন কায়েমের তরে.........
রক্ত ঝরেছে কত
আমার ওই ভাইয়েদের
দ্বীন কায়েমের তরে,
পিচু হাঁটেনি তারা
সাহাদাত পাবে বলে
জীবন দিলো অকাতরে ।
সত্যের পথ ধরে
এক বুক আশা নিয়ে
সামনে হাঁটো তুমি - সামনে হাঁটো ।
দ্বীন কায়েমের তরে.........
ওই মিছিলে যেন
আমাদের এই নাম
আমরা পারি লিখিতে,
সেই তাওফীক দিও
হে আমার দয়াময়
আছি তাই সিজদার পাটিতে ।
এই আশা বুকে করে
তব দ্বারে বারেবারে
চেয়েছি মোরা দেখো - চেয়েছি দেখো ।
দ্বীন কায়েমের তরে.........।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন