রবের বিধান
তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তুমি এক হও বলে তোলো স্লোগান
মাঠে ময়দানে,
রবের বিধান ভঙ্গ করো
অবুঝ অন্ধ মনে ।
এক জামাতেই আদায় সালাত
একই কেরাত শুনে,
তবে কেন বারুদের গন্ধ ছড়াও
ঈমানদারের মনে ।
বলো সেই ঈমানের আছে কি দাম..
এই ঐক্যতানে ।
রবের বিধান ভঙ্গ করো
অবুঝ অন্ধ মনে ।
তুমি এক হও বলে...........
তুমি আলেমেদ্বীন সদা প্রতিদিন
থাকবে পাশে মানুষের,
তুমি বিশ্বাসী দ্বীনের পথে
ওয়ারিস রাসূলের ।
মুক্ত হাসি মুখেই সবার
রাখবে সদা বাঁধনে,
সে পথ ছেড়ে চলছো তুমি
অজ্ঞ পথে কেমনে !
মাসায়েল থেকেও শক্তিশালী
তোমার মুখের বুলি,
সেই নল দিয়ে করলে আবার
তোমার ভাইয়ের গুলি ।
তুমি কেমন জ্ঞানী রবের বাণী
মেনেও মানো না জেনে,
রবের বিধান ভঙ্গ করো
অবুঝ অন্ধ মনে ।
তুমি এক হও বলে...........।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন