তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
অসাবধানতার নাম দূর্ঘটনা
দূর্ঘটনার ফল ভালো না,
তাই প্রিয় নবীর আদর্শকে
মানতে কখনো ভুলোনা..ভুলোনা ।
পথে ঘাটে কত ঘটে
দুর্ঘটনা দুর্ঘটনা,
একটু হিসাবে চললে ভাই
এমন ঘটনা আর ঘটেনা ।
তাই সাবধানতার বেড়ি পরো
অসাবধানতায় চলোনা ..চলোনা ।
অসাবধানতার নাম…………
দুষ্টু লোকের ঘুষের খাতা
খুলতে দেওয়া যাবে না ,
হঠাৎ কফিন কারো ঘরে
আসুক আর চাই না ।
এই ধারা'তেই স্বদেশ টাকে
গড়তে ও ভাই ভুলোনা..ভুলোনা ।
অসাবধানতার নাম…………।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন