তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
এই সুস্থ দেহ
রবের নিয়ামত,
তোমার আমার কাছে
দিয়েছে আমানত ।
সম কতো ভাই দেখো
মৃত্যুর ওই বিছানায়
প্রতিক্ষনে দিন গোনে,
শত দেহ থেকে প্রাণ
নিয়েছে যে অবসান
তুমি দেখেছো জীবনে ।
তবু কেন এই মন
মানে না নসিহত ।
এই সুস্থ দেহ ………………
যদি হতে চাও বীর
নত করো এই শির
রবের দ্বারে সিজদাতে,
রেখে চলো সুনজির
হয়ো না কখনো বধির
তুমি এই দুনিয়াতে ।
ধরাতে রবে পড়ে এই দেহ
ফুরালে হায়াত ।
এই সুস্থ দেহ ……………… ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন