বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

এসো মনের পশুটাকে" দিই কুরবানী


"এসো মনের পশুটাকে" দিই কুরবানী 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

এসো রবের পথেই 
নিজেকে করি আত্নীয় নিয়োগ, 
এই ত্যাগের মাসেই 
গোনাহের খাতা করি বিয়োগ । 
এসো রবের পথেই......... 

"ইন্না সলাতি ওয়ানুসুকী 
ওয়া মাহইয়াইয়া ওয়ামামাতি 
লিল্লাহি রাব্বিল আ'লামীন" 

পশুতে নয় মনের পশুটাকে 
এসো দিই কুরবানী,  
গ্রহণ হবে রবের কাছে 
মোদের আমল খানি । 
তারই তরে করি এই আহবান 
ছেড়ো না এমন সুযোগ । 

"ইন্না সলাতি ওয়ানুসুকী 
ওয়া মাহইয়াইয়া ওয়ামামাতি 
লিল্লাহি রাব্বিল আ'লামীন" 

তুমি তোমার তরে দেখো
রবের কতো ভালবাসা, 
মহান রব তোমাকেই
কখনো করেনি নিরাশা । 
সেই রবের কাছেই ফিরে আসার 
এই মহান সুযোগ ।
এসো রবের পথেই......... ।‌।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন