তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
আমি থাকবো না বেশিদিন
এই পৃথিবীতে,
নেক আমল সঙ্গী করে
চাই সঙ্গে নিতে ।
একে একে যাচ্ছে চলে
আপন প্রিয়জন,
যেতে হবে ছেড়ে জানি
স্বাদের এই ভূবন ।
আমি যেন মায়ার বাঁধন
পারি ছেড়ে চলিতে,
নেক আমল সঙ্গী করে
চাই সঙ্গে নিতে ।
থাকবো না…………
দেহ টুকু রবে পড়ে
মাটির ওই নিচে,
কি লাভ হবে বলো
মিথ্যা বুলি বেচে ।
তাই সওদা করে নিতে হবে
আজাব থেকে বাঁচতে,
নেক আমল সঙ্গী করে
চাই সঙ্গে নিতে ।
থাকবো না………… ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন