তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
আলিফুন'বা.........
আরবি হরফে'ই কোরআন লেখা
সুরে সুরে শিখবো মোরা,
জ্ঞানী হবো এই আশাতেই
পড়বো কোরআন ত্রিশ পারা ।
আলিফুন'বা.........
গড়তে জীবন বাণী প্রয়োজন
সেই বাণীটি আল্ কোরআন,
মহান তুমি ওগো রহিম
দাও বাড়িয়ে আমাদের জ্ঞান ।
আলিফুন'বা......... ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন