শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

ছাড়বো না রাজপথ

ছাড়বো না রাজপথ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি এই বুকেতে চালাও গুলি
তবু ছাড়বো না রাজপথ, 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 

মানবতার জন্য মোরা
করেছি এই পণ, 
বাঁধা যারা দেবে শোনো 
তারা জাতির দুশমন । 

সেই জালিমের রুখতে মোরা 
চিতিয়ে দেবো বুক, 
শত শহীদের মাঝেও আরো 
একটি শহীদ হোক । 
আসুক যতোই আমাবস্যা... 
কালো ওই রাত । 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 
যদি এই বুকেতে............ 

আমার ভাইয়ের রক্তে রাঙা 
দেখো এই রাজপথ, 
আমি কেমন করে ঘুমায় বলো 
শুয়ে একটি রাত ! 

ওরা অধিকার নিয়েই লড়াই 
করে যায় দিন রাত, 
ওদের পাশেই থেকেই এসো 
করি প্রতিবাদ । 
এমন সুযোগ আর পাবেনা...
বন্ধু এটাও মুসিবত । 
আজ আমরা সবাই 
নিয়েছি তাই এমনি শপথ । 
যদি এই বুকেতে............ ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন