মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

কথায় কথায় বল তুমি

কথায় কথায় বল তুমি 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)

কথায় কথায় বল তুমি 
শুধুই মিথ্যা কথা, 
কেন ভাবো'না রবের সাথে 
হবে তোমার দেখা রে 
হবে তোমার দেখা ।

তিনি যেমন রহমান 
তেমন তিনি কাহহার, 
তার বিচারে হবেনা তো
কখনোই অবিচার । 
তাই সেজদায় তাকে ডাকো তুমি... 
যখন থাকো একা ।
কেন ভাবো'না রবের সাথে 
হবে তোমার দেখা রে 
হবে তোমার দেখা । 

যার নিয়ামত সদা সময় 
তুমি নিতে থাকো, 
তারি আদেশ মানতে কেন 
এতো নাটক রাখো । 
তাই সময় থাকতে সময়টাকে...
যদি হয় ভেবে রাখা । 
কেন ভাবো'না রবের সাথে 
হবে তোমার দেখা রে 
হবে তোমার দেখা ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন