তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
অশ্লীলতা বেহায়াপনা
দেখো ঘিরে চতুর্দিক,
দিনে দিনে যাচ্ছে বেড়ে
মানুষ হচ্ছে অমানবিক ।
সৃষ্টির সেরা মানুষ তুমি,
রবের কাছে অতি দামী ।
তবু মানুষ তুমি কেমন করে
স্রষ্টাকে দেও ধিক্ !
দিনে দিনে যাচ্ছে বেড়ে
মানুষ হচ্ছে অমানবিক ।
অশ্লীলতা............
শূন্য হাতে যেতে হবে,
কে'বা আছে এই ভবে !
তুমি যাওয়ার আগে রবের কাছে
নাও না চেয়ে ভিখ্ ।
দিনে দিনে যাচ্ছে বেড়ে
মানুষ হচ্ছে অমানবিক ।
অশ্লীলতা............।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন