তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
যদি ধৈর্যকে পারো সঙ্গী করতে
আল্লাহর মদদ পাবেই পাবে,
যদি কাঁটা পথে হাঁটতে না শেখো
জান্নাতে তবে কি ভাবে যাবে !
যদি বাঁকা পথ হয় তোমার অতি সহজ
কেমনে সে পথে নাজাত পাবে!
যদি যায় ঝরে ওই রক্তকণা
তবে শহীদের কাতারে তুমি রবে ।
সেই আশা বুকে করে
নাও তুমি সাথী করে
তবেই তো বিজয় হবে ।
যদি ধৈর্যকে পারো………….
যদি কঠিন বিষয় ওই মানুষের দ্বারে
না ধরে তোলো তুমি সহজ করে ।
যদি তুচ্ছ করে দেখো জীবনটাকে
মূল্য দিতেই হবে ওই হাশরে ।
সেই আশা বুকে করে
নাও তুমি সাথী করে
তবেই তো বিজয় হবে ।
যদি ধৈর্যকে পারো…………. ।।
________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 05:50am
তারিখ: 14/11/2024
__________________________________
বিঃ দ্রঃ- আমাকে না জানিয়ে কেউ সুর করবেন না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন