বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

আল্লাহর মদদ

আল্লাহর মদদ 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

যদি ধৈর্যকে পারো সঙ্গী করতে
আল্লাহর মদদ পাবেই পাবে, 
যদি কাঁটা পথে হাঁটতে না শেখো 
জান্নাতে তবে কি ভাবে যাবে !  

যদি বাঁকা পথ হয় তোমার অতি সহজ 
কেমনে সে পথে নাজাত পাবে!
যদি যায় ঝরে ওই রক্তকণা 
তবে শহীদের কাতারে তুমি রবে । 
সেই আশা বুকে করে 
নাও তুমি সাথী করে  
তবেই তো বিজয় হবে । 
যদি ধৈর্যকে পারো…………. 

যদি কঠিন বিষয় ওই মানুষের দ্বারে 
না ধরে তোলো তুমি সহজ করে ।
যদি তুচ্ছ করে দেখো জীবনটাকে 
মূল্য দিতেই হবে ওই হাশরে । 
সেই আশা বুকে করে 
নাও তুমি সাথী করে  
তবেই তো বিজয় হবে । 
যদি ধৈর্যকে পারো…………. ।। 
________________________________
লেখা: হায়দ্রাবাদে যাওয়ার পথে ট্রেনে,
সময়: 05:50am
তারিখ: 14/11/2024 
__________________________________ 
বিঃ দ্রঃ- আমাকে না জানিয়ে কেউ সুর করবেন না




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন