কচুর পাতায় পড়লে পানি
তরিকুপল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
কচুর পাতায় পড়লে পানি
যেমন পানি থাকেনা,
মোদের ঈমান'টাকে দাওগো ওগো
তেমন করে রাব্বানা ।
তুমি এই ধরাতে শ্রেষ্ঠ করে
বানিয়েছো মোদের,
তোমার দয়া ছাড়া কেমনে মোরা
হবো জান্নাতের ।
তাই তোমার রহম থেকে মোদের..
বঞ্চিত রব করোনা ।
মোদের ঈমান'টাকে দাওগো ওগো
তেমন করে রাব্বানা ।
কচুর পাতায়.................
শয়তানের ওই ধোঁকায় পড়ে
কতো ভুল করেছি,
পদে পদে তোমার হুকুম
লঙ্ঘন মোরা করেছি ।
তাই তোমার কাছে লাজুক মনে..
তুলেছি হাত দেখোনা,
মোদের ঈমান'টাকে দাওগো ওগো
তেমন করে রাব্বানা ।
কচুর পাতায়.................।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন