তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
হাশরের ময়দানে আদম নবী
আল্লাহর সম্মুখে যাবে না,
আমাদের তারে করবে শাফায়াত
প্রিয় হযরত মাওলানা (সাঃ) ।
হজরত তিনি শ্রেষ্ঠ মানব
মানব জাতির প্রতি রহমত,
সেই মানবকে চিনলাম না ভাই
উল্টো পথেই করলাম মেহনত ।
শোনো উম্মতের তারে
রবের ওই দ্বারে
করবে তিনি প্রার্থণা ।
হাশরের ময়দানে……………
তায়েফ বাসি মারলো পাথর
ফেরেস্তাদের ভাঙলো অন্তর,
তারা ধ্বংস করতে প্রস্তুত শহর
দয়ার মানবকে দিলেন খবর ।
তিনি উম্মতের তরে
শত ব্যাথা ভুলে
সইলেন হাজারো যন্ত্রণা ।
হাশরের ময়দানে…………… ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন