বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

হাশরের ময়দানে আদম নবী

হাশরের ময়দানে আদম নবী  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

হাশরের ময়দানে আদম নবী 
আল্লাহর সম্মুখে যাবে না, 
আমাদের তারে করবে শাফায়াত
প্রিয় হযরত মাওলানা (সাঃ) । 

হজরত তিনি শ্রেষ্ঠ মানব 
মানব জাতির প্রতি রহমত, 
সেই মানবকে চিনলাম না ভাই 
উল্টো পথেই করলাম মেহনত ।
শোনো উম্মতের তারে 
রবের ওই দ্বারে 
করবে তিনি প্রার্থণা ।
হাশরের ময়দানে…………… 

তায়েফ বাসি মারলো পাথর 
ফেরেস্তাদের ভাঙলো অন্তর, 
তারা ধ্বংস করতে প্রস্তুত শহর 
দয়ার মানবকে দিলেন খবর ।
তিনি উম্মতের তরে 
শত ব্যাথা ভুলে 
সইলেন হাজারো যন্ত্রণা ।
হাশরের ময়দানে…………… ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন