তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
তুমি মাফ কারি দান কারি
রহিম রহমান,
মোরা তোমার নামে তাই
গেয়ে যায় গান ।
তোমার অসীম পাওয়া পেয়ে
ধন্য হয়েছি মোরা,
তোমায় ভুলে দিশেহারা
হয়েছে অসৎ যারা ।
তবুও তুমি করনি কখনোই
মোদের অপমান ।
তুমি মাফ কারি……………
তোমার আদেশ ভঙ্গ করে
করেছি কত অপরাধ,
তবুও তুমি মোদের তরে
রেখেছো শত নিয়ামত ।
ওগো দয়াময় দিওগো নাজাত
দিও পরিত্রাণ ।
তুমি মাফ কারি……………।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন