সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আজরাইল এসে গেলে

আজরাইল এসে গেলে 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি কি সঙ্গে নেবে 
এখনো দেখো ভবে, 
রবের নিকট কেমন করে
খালি হাত নিয়ে যাবে !!

আজরাইল এসে গেলে.....ওওওও 
সব কিছুই যাবে ভুলে, 
সেদিন তোমার দুঃখের দুঃখী 
বলো হবে কয়জনা ?? 
সেদিন তোমার সঙ্গী বলে 
কেউই থাকবে না । 
তুমি কি সঙ্গে..........

জীবনে ছলচাতুরি.....ওওওও 
করেছো বাহাদুরি, 
আমলনামার কথা টুকু
ভেবে দেখলে না ! 
সেদিন তোমার সঙ্গী বলে 
কেউই থাকবে না । 
তুমি কি সঙ্গে..........।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন