বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

প্রতিহিংসা

প্রতিহিংসা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা) 

প্রতিহিংসা বুকে পুষে,
কি-ই বা লাভ হয়?
নিজেই জ্বলে প্রতিদিন,
চোখে নামে ক্ষয়।

কষ্ট দিলে কষ্ট পাবে,
এ কথা নয় ভুল,
জেনে রেখো বদলা নিলে
দিতে হয় মাশুল।

রেগে গেলে জ্বলে প্রাণ,
শান্তি যায় দূরে,
ক্ষমা দিলে ভালোবাসা
আসে প্রতি ঘরে।

নরম ভাষা, শান্ত মন,
আনে হৃদয় জয়,
প্রতিহিংসা ছেড়ে দিলে
পাওয়া যায় পরিচয়।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন