তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা )
বিশ্বাস মানে অন্ধ নয়,
সত্য জানার পথ,
যে খোঁজে আলোর ঠিকানা,
সে-ই পায় সঠিক জগৎ।
বিশ্বাস মানে শান্ত আশা,
ভরসায় ভরা মন,
রবের নামে রাখে ভরসা,
চায় না দুনিয়ার ধন।
বিশ্বাস মানে ভালোবাসা,
সত্ পথে থাকা,
মিথ্যা ছেড়ে সত্য ধরার
অঙ্গীকারেই ঢাকা।
বিশ্বাস মানে ধৈর্য রাখা
দুঃখ-কষ্টে ভাই,
রবের রহম যার সহায়,
সে-ই শান্তি পাই।
বিশ্বাস মানে সাহস জোগায়
সত্য পথে চলা,
রবের উপর ভরসা রেখে
অন্তর রাখো খোলা।
---
🖋️ লেখকের কথা
তরিকুল ইসলাম খালাসী একজন ইসলামিক ও সামাজিক কবি, যিনি বহু বছর ধরে কবিতার মাধ্যমে নৈতিক বার্তা ছড়িয়ে যাচ্ছেন। এই কবিতাটি বিশ্বাসের গভীরতা ও সৌন্দর্যকে সহজ ভাষায় প্রকাশ করে।
---
🏷️ ট্যাগসমূহ:
#ইসলামিক_কবিতা #বিশ্বাস #নৈতিকতা #তরিকুল_ইসলাম_খালাসী #ইসলামিক_বার্তা #বাংলা_কবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন