তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
মুখের বুলি ফাটায় বোমা,
বিষবাষ্প সব বুকে জমা।
সত্যটাকে না কেউ বোঝে,
দূরবীন দিয়ে দোষটি খোঁজে।
শুনে রাখে অর্ধেক কথা,
বুঝে না সে কিসে ব্যথা।
যা হয়নি তাও বানায়,
মনের ভেতর আগুন ছড়ায়।
রাগে ভরে চোখের পানি,
দূরে ঠেলে আত্মীয় জানি।
একটু কথায় ভাঙে মন,
হারায় হৃদয়–বন্ধন।
কুধারণা বিষের মতো,
ঘুণে খায় হৃদয় যতো।
সচেতন হও আজই তুমি,
ভুলে দাও সে কুসম্ভ্রমই।
সত্য বলো, বুঝে চলো,
বিশ্বাসের ওই আলো জ্বালো।
মিষ্টি ভাষা, ভালো মন,
এসেই যাবে আপনজন।।
অর্থ/ব্যাখ্যা:
এই কবিতায় কবি ভুল ধারণা বা নেতিবাচক ভাবনার ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন, সন্দেহ, অর্ধসত্য কথা আর কুধারণা মানুষকে দূরে সরিয়ে দেয়, সম্পর্ক ভেঙে দেয় এবং হৃদয়কে বিষের মতো গ্রাস করে। তাই সত্য বুঝে কথা বলা, বিশ্বাস রাখা এবং ভালো ব্যবহারই শান্তি আনে।
---
প্রথম স্তবক:
“মুখের বুলি ফাটায় বোমা,
বিষবাষ্প সব বুকে জমা।
সত্যটাকে না কেউ বোঝে,
দূরবীন দিয়ে দোষটি খোঁজে।”
👉 অনেকেই মুখের কথায় এমন আচরণ করে যেন বোমা ফাটছে। বুকে জমে থাকা রাগ–বিষ মানুষকে সত্য বোঝতে বাধা দেয়। তারা ভালো দিক দেখার বদলে দূরবীন দিয়ে শুধু দোষ খুঁজতে থাকে।
---
দ্বিতীয় স্তবক:
“শুনে রাখে অর্ধেক কথা,
বুঝে না সে কিসে ব্যথা।
যা হয়নি তাও বানায়,
মনের ভেতর আগুন ছড়ায়।”
👉 মানুষ যখন অর্ধেক কথা শুনে সিদ্ধান্ত নেয়, তখন ভুল বোঝাবুঝি বাড়ে। যেটা ঘটেনি, সেটাই গড়ে তোলে গুজবের মতো। আর এভাবে মনের মধ্যে আগুন জ্বলে উঠে, শান্তি নষ্ট হয়।
---
তৃতীয় স্তবক:
“রাগে ভরে চোখের পানি,
দূরে ঠেলে আত্মীয় জানি।
একটু কথায় ভাঙে মন,
হারায় হৃদয়–বন্ধন।”
👉 কুধারণা রাগ বাড়ায়, কান্না ডেকে আনে। এতে আত্মীয়তা দূরে সরে যায়। সামান্য কথাতেই মন ভেঙে যায়, প্রিয়জনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে পড়ে।
---
চতুর্থ স্তবক:
“কুধারণা বিষের মতো,
ঘুণে খায় হৃদয় যতো।
সচেতন হও আজই তুমি,
ভুলে দাও সে কুসম্ভ্রমই।”
👉 কুধারণা আসলে বিষের মতো। এটি ধীরে ধীরে মনকে ঘুণে খাওয়া কাঠের মতো নষ্ট করে। তাই আজ থেকেই সচেতন হতে হবে এবং এই ভ্রান্ত ধারণা ত্যাগ করতে হবে।
---
পঞ্চম স্তবক:
“সত্য বলো, বুঝে চলো,
বিশ্বাসের ওই আলো জ্বালো।
মিষ্টি ভাষা, ভালো মন,
এসেই যাবে আপনজন।। ”
👉 সত্য কথা বলা, ভেবেচিন্তে চলা এবং বিশ্বাসের আলো জ্বালানোই সম্পর্ক টিকিয়ে রাখার উপায়। মিষ্টি ভাষা আর ভালো মন দিয়ে মানুষকে সহজেই আপন করা যায়।
---
সারকথা:
কবি বোঝাতে চেয়েছেন—কুধারণা সম্পর্ক ভেঙে দেয়, হৃদয়কে বিষিয়ে তোলে; কিন্তু সত্য, বিশ্বাস, মধুর কথা আর ভালো মন মানুষকে এক করে, হৃদয় জয় করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন