তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
মুখের বুলি ফাটায় বোমা,
বিষবাষ্প সব বুকে জমা।
সত্যটাকে না কেউ বোঝে,
দূরবীন দিয়ে দোষটি খোঁজে।
শুনে রাখে অর্ধেক কথা,
বুঝে না সে কিসে ব্যথা।
যা হয়নি তাও বানায়,
মনের ভেতর আগুন ছড়ায়।
রাগে ভরে চোখের পানি,
দূরে ঠেলে আত্মীয় জানি।
একটু কথায় ভাঙে মন,
হারায় হৃদয়–বন্ধন।
কুধারণা বিষের মতো,
ঘুণে খায় হৃদয় যতো।
সচেতন হও আজই তুমি,
ভুলে দাও সে কুসম্ভ্রমই।
সত্য বলো, বুঝে চলো,
বিশ্বাসের ওই আলো জ্বালো।
মিষ্টি ভাষা, ভালো মন,
এসেই যাবে আপনজন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন