বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

যখন চোখে ভয় নেমে আসবে✍️

📜 যখন চোখে ভয় নেমে আসবে
✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা তাকভীর অবলম্বনে
---
যখন সূর্য ঢলে পড়বে,
হারাবে সে তাপ,
তারা ভেঙে পড়বে নীচে,
নিভে যাবে সব!

পাহাড় কাঁপে, উড়ে যাবে,
গরবিনী উট ফেলে,
সমুদ্র হবে রক্ততুল্য,
সীমা কে আর মেলে?

শিশু কন্যা জিজ্ঞেস করবে—
কোন দোষে খুন আমি?
রোজনামা খোলে ধরা,
গোপন ছিল যামী!

নরক তখন চোখে আসবে,
জ্বলবে অগ্নি-ভয়,
জান্নাতও হবে উন্মুক্ত,
শান্তির মধুময়।

জেনে যাবে মানুষ তখন,
কি করেছে প্রাণে,
কে দিয়েছে কোন ইশারা,
কোন পথে সে হানে।

এ বাণী এক ফেরেশতা ফেরে,
বিশ্বাসী, শক্তিমান,
সিদ্ধ পথের রাহবার সে,
রবেরই এক দান।

সেই বাণী নিছক কবিতা নয়,
অন্ধেও তা চেনা,
শুধু যে চায়, তাকেই মেলে,
বাকিরা হারায় ভোনা।। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন