✍️ তরিকুল ইসলাম খালাসী
লাহাবের হাতে জ্বলবে আগুন,
ধ্বংস তারই নাম,
নবীকে সে করত অপমান,
চায়নি সোজা ধাম।
ধন-সম্পদ ছিল অগণিত,
চেয়েছিল তা বাঁচে,
সেই ধনও রক্ষা করবে
না তার ভয়াল কাঁচে।
তার স্ত্রীও ছিল প্রতিহিংসায়,
কাঠ কুড়িয়ে আনে,
গলায় থাকবে শক্ত এক রশি,
জ্বলবে আগুন জানে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন