বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

কলম চলুক সত্যের পথে

কলম চলুক সত্যের পথে
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা, বাদুড়িয়া

কলম চলুক সত্যের পথে,
মিথ্যা হোক পরাজয়,
আলো ছড়াক শব্দ দিয়ে—
পাপে মন না ভরায়।

রবের নামে উঠুক আওয়াজ,
অন্ধকার হোক ভাঙা,
ন্যায়ের পক্ষে বলুক কলম—
না হয় দুনিয়া রাঙা।

ভয়কে করে পদদলিত,
জুলুমের দেয় জবাব,
দীন ও ন্যায়ের বার্তা নিয়ে
কলম রাখে হিসাব।

যে কলম চলে জ্ঞান-কথায়,
হক্‌ কথা সবার চিত্তে,
সে-ই কলম রবের রহম
ছড়িয়ে দেয় দিক দিকেতে।।


---

📌 বিভাগ: ইসলামিক কবিতা / নৈতিক শিক্ষা / কলম ও দায়িত্ব
🏷️ #তরিকুল_ইসলাম_খালাসী #কলমের_মার্কাজ #সত্য_রচনা #ইসলামিক_কবিতা #নৈতিক_আলো


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন