✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আদ্-দুহা (সূরা ৯৩) অবলম্বনে
---
সূর্য যখন আলো আনে,
রাত নামে ধীরে,
রব তো তোমায় ফেলেনি ভাই,
ছিলেন সাথেই ঘিরে।
যা সামনে আসে জীবনে,
ভালো তারই ফল,
রবই জানেন কাকে দিবেন,
ভালোবাসার জল।
এতিম ছিলে, দিলেন ঠাঁই,
আপন করে ভাই,
পথহারা যে ছিলে আগে,
রবই পথ দেখাই।
ছিলে গরিব, দিলেন দান,
ভরিয়ে দিল বুকে,
তাই তো এখন গরিব দেখে,
চোখ ফেরাও না মুখে।
এতিম যদি আসে কাছে,
মন ভাঙিও না,
যে চায় কিছু, ফিরিও না,
চোখ সরিও না।
রব যা দেন, সে নিয়ামত,
লুকায়ো না ভাই,
তাঁরই দয়া, গুণের কথা,
সবার মাঝে ছড়াই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন