বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

আমার ধর্ম

আমার ধর্ম

✍️ তরিকুল ইসলাম খালাসী

হে কাফেরের দল শুনে রাখ,
তোমার পথ নয়,
আমার ইবাদত শুধু রবের,
নয় কোনো দ্বিমত রয়।

তোমরা যাকে সেজদা করো,
তাতে আমি নই,
আমার রব এক ও অদ্বিতীয়,
তাকেই ভালো পাই।

তোমার ধর্ম, তোমার কাছে,
আমার পথ আমার,
ভেদ থাকবে বিশ্বাসভিত্তিতে,
চিরকাল নিরঙ্কার।। 



---

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন