✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-বুরুজ (সূরা ৮৫)
---
শপথ ওই আকাশ ভরা,
টিমটিম তারা রে,
শপথ নেয় যে বিচার হবে,
সেই মহান ঘরে।
ধ্বংস হোক সে আগুনখোঁড়ার,
জ্বালায় যারা গর্ত,
যারা বলতো "রব এক আমার",
তাদের দিলো মর্ত।
তারা পুড়ল সেই আগুনে,
দিলো না তারা ছাড়,
তবু মুমিন ভয় পায়নি,
ছিলো রবের ভার।
আল্লাহ দেখেন সবই তো ভাই,
তাঁরই হাতে শক্তি,
তিনি রাজা, তিনিই বিচারক,
তাঁরই আছে মুক্তি।
যারা রাখে ঈমান বুকে,
ডাকে শুধু রব,
তাদের জন্যে জান্নাত আছে,
চির শান্তির সব।
আর যারা করে অন্যায়,
ভয় করে না হায়,
তাদের জন্য আগুন আছে,
সেখানে শান্তি নাই।
রব তো শুরু করেন সৃষ্টি,
আবার ফেরান প্রাণ,
তিনি ক্ষমাশীল, দয়াবান,
তাঁরই দিকে মান।
তোমরা কি জানো না কাহিনি,
সামূদ আর ফিরআউন?
জুলম করে পাপে ডুবেছে,
বাঁচলো না কেউ তাওন।
সবই আছে লেখা একঠাঁই,
পবিত্র কাগজে,
রব রেখেছেন সব খবর,
লাওহে মাহফুজে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন