তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (উত্তর ২৪ পরগনা)
দুনিয়া শুধু পথের ধাঁধা,
চলতে হবে সরল,
রবের পথে পা বাড়িয়ে
চলন করো বদল।
ভোগে মগ্ন যদি থাকে মন
পাবেই রবের শাসন,
এটা নয় গাল গপ্পো আর
মুখের শুধু ভাষণ।
চোখে লাগে দুনিয়া মিঠে,
দেখো সবই ধোঁকা,
সত্য পথে ফিরলে তবেই
রবের পাবে দেখা।
নফসের দাস হয়োনা আর,
ভেঙে ফেলো মোহ,
রবের ওয়াদা হবেই পূরণ,
নেই তাতে সন্দেহ।
স্মরণ করো মৃত্যুর কথা,
ভুলো না পরকাল,
তুমি দুনিয়াতে যা করেছো
পাবেই তার প্রতিফল ।।
অর্থ/ব্যাখ্যা:
এই কবিতায় কবি মানুষকে দুনিয়ার মোহ ও ভোগ-বিলাস থেকে দূরে থাকার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন—দুনিয়া ক্ষণস্থায়ী ও প্রতারণাময়। মানুষ যদি আল্লাহর পথে চলে তবে সত্যিকারের মুক্তি ও শান্তি পাবে। নফস ও শয়তানের দাস না হয়ে আল্লাহর ওয়াদার ওপর ভরসা রাখতে হবে। মৃত্যুর কথা স্মরণ করে পরকালের জন্য প্রস্তুত হওয়াই জীবনের প্রকৃত শিক্ষা।
---
প্রথম স্তবক:
“দুনিয়া শুধু পথের ধাঁধা,
চলতে হবে সরল,
রবের পথে পা বাড়িয়ে
চলন করো বদল।”
👉 দুনিয়া এক অস্থায়ী ও বিভ্রান্তিকর ধাঁধার মতো। মানুষকে সরল পথে চলতে হবে। আল্লাহর পথে পা বাড়িয়ে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে।
---
দ্বিতীয় স্তবক:
“ভোগে মগ্ন যদি থাকে মন
পাবেই রবের শাসন,
এটা নয় গাল গপ্পো আর
মুখের শুধু ভাষণ।”
👉 যদি মানুষের মন কেবল ভোগ-বিলাসে ডুবে থাকে তবে সে আল্লাহর শাস্তির মুখোমুখি হবে। এটা কোনো কল্পকাহিনি নয়, বরং বাস্তব সত্য।
---
তৃতীয় স্তবক:
“চোখে লাগে দুনিয়া মিঠে,
দেখো সবই ধোঁকা,
সত্য পথে ফিরলে তবেই
রবের পাবে দেখা।”
👉 দুনিয়ার মোহ প্রথমে খুব মধুর মনে হয়, কিন্তু আসলে তা প্রতারণা। শুধু সত্য পথে ফিরে এলেই মানুষ আল্লাহর সাক্ষাৎ ও সন্তুষ্টি লাভ করতে পারে।
---
চতুর্থ স্তবক:
“নফসের দাস হয়োনা আর,
ভেঙে ফেলো মোহ,
রবের ওয়াদা হবেই পূরণ,
নেই তাতে সন্দেহ।”
👉 মানুষ যেন নিজের নফস ও শয়তানের দাস না হয়। দুনিয়ার মোহ ভেঙে ফেলতে হবে। আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।
---
পঞ্চম স্তবক:
“স্মরণ করো মৃত্যুর কথা,
ভুলো না পরকাল,
তুমি দুনিয়াতে যা করেছো
পাবেই তার প্রতিফল।। ”
👉 মৃত্যুর কথা সর্বদা মনে রাখতে হবে এবং পরকালের হিসাব ভুলে যাওয়া যাবে না। দুনিয়ায় মানুষ যা করবে, তার প্রতিফলই সে পরকালে পাবে।
---
সারকথা:
কবিতার মূল শিক্ষা হলো—দুনিয়ার মোহ প্রতারণাময়, তাই আল্লাহর পথে চলতে হবে। মৃত্যুর কথা স্মরণ রেখে পরকালের জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ মানুষের কর্মফলই পরকালে ফিরে আসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন