তরিকুল ইসলাম খালাসী
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা)
মাথা উঁচু করে,
দাঁড়িয়েছে ইরান,
দেখো বিশ্বের মুসলমান —
কারে কয় ঈমান।
এই ঈমান প্রস্তুত সাদা
জীবন দিতে,
মুমিন যারা, তাদের আজ
পথ চেনাতে।
এই যুদ্ধ! ভয় নয়,
ঐক্য শেখায়,
বাতিলকে রুখতে
সঠিক পথ দেখায়।
আল্লাহকেই ধরেছে যারা,
তারাই পেয়েছে বিজয়,
শহীদ-গাজীর নামেই দেখো
ইতিহাসের পাতায় রয়।
হোক! এক দেহেই একটি প্রাণ —
আমরাই মুসলমান,
আমাদের বীরত্ব দেখুক
বিশ্ব জাহান।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন