রবিবার, ১৫ জুন, ২০২৫

পিছনে ফেরার নেইগো সময়

পিছনে ফেরার নেইগো সময়  
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

পিছনে ফেরার নেইগো সময়  
এগিয়ে চলো ভাই, 
সামনে তোমার বিজয় দেখো 
পেয়েও নাকো ভয় । 

রবের উপর ভরসা রাখো, 
বিজয় তোমার সাথে, 
ধৈর্য তুমি সঙ্গী করো  
চলো শান্তির পথে । 
তুমি হার মানিলে যাবে হেরে.. 
মনে রাখো ভাই । 
সামনে তোমার বিজয় দেখো 
পেয়েও নাকো ভয় । 
পিছনে ফেরার……….... 

আল্লাহ যারে সহায় হয় 
সেই তো পাই জয়, 
তুমি মুমিন দাও গো তোমার 
শুধুই পরিচয় । 
সত্য পথে থাকলে টিকে..
নেই তো কোন ক্ষয় । 
সামনে তোমার বিজয় দেখো 
পেয়েও নাকো ভয় । 
পিছনে ফেরার……….... ।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন