✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-ইনশিরাহ (সূরা ৯৪) অবলম্বনে
---
রব কি বুকে প্রশান্তি দেনি,
হালকা করেন বোঝা?
যা ছিল ভাই ভারে ভারী,
দিলেন শান্তি সোজা।
তোমার নামে দিলেন মর্যাদা,
চির উচ্চ সেই,
কষ্ট আসে — স্বস্তি আসে,
রব তো রয় সঙ্গেই।
হ্যাঁ গো ভাই, কষ্ট যতই,
পথ যেন আঁধার,
সাথেই আসে সহজ রহম,
আছে আলোবার।
যখন তুমি পাবে অবসর,
থেমো না সে ক্ষণে,
নতুন কাজে মন দিও ভাই,
রবের নামে সনে।
রবের দিকে রাখো চাহনি,
তাঁরই দয়ার চাই,
তাঁরই পথে, চির শান্তি,
তাঁরই রহমত পাই।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন