বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

যখন আকাশ ছিঁড়ে যাবে✍️

📜 যখন আকাশ ছিঁড়ে যাবে
✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা ইনফিতার (সূরা ৮২) অবলম্বনে


---

যখন আকাশ ছিঁড়ে যাবে,
তারকা ঝরে পড়ে,
সমুদ্র যখন উথলে উঠবে,
কবর খুলে ধরে—

জেনে নেবে প্রত্যেক জীবন,
কি সে করেছে কাজ,
কি সে পাঠায় আপন জন্যে,
থাকবে কি তাতে সাজ?

হে মানব! কী করেছো তুমি—
প্রভু বড়ো দয়াল,
তিনিই তো গড়েছেন মোছা,
গড়েন রূপ-রঙ-ঢাল।

আকৃতি তোর মাপে মেপে,
গঠন দিয়েছেন চাই,
যে পথে চায়, সে তেমন করে—
রবেরই এক দায়।

না! মানুষ তো করেছে ভুল,
ভুলে রবের বিধি,
তার উপর আছে পাহারাদার,
ফেরেশতা সদা নিধি।

সব কিছুই লেখা হবে,
যা তুমি করো আজ,
দিনে-রাতে যে সব ঘটে,
লিপিবদ্ধ সেই কাজ।

ধারাবাহিক সেই বিচার দিনে,
বাঁচবে কে ঐ ক্ষণে?
ধর্ম যে নেই – রক্ষা কোথায়,
কোথায় তার আপন জনে?

আহ! নেক লোক কী জানে না যে,
রহমতে নাজাত রয়?
আর পাপীজন কী জানে না—
নরকে কঠিন ভয়?

সেই দিন হবে বিচারের দিন,
কেউ ফিরাতে পারবে না,
আদেশ দিবে একমাত্র রব—
কাহারো কথা চলবে না।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন