বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

আত্মার আলো✍️

📜 আত্মার আলো
✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আশ-শামস (সূরা ৯১) অবলম্বনে


---

সূর্য যখন ওঠে রে ভাই,
আলো মেলে হাত,
চাঁদও তারে অনুসরণে,
দেয় শান্তির রাত।

দিনটি আসে কাজের ডাকে,
রাত দেয় বিশ্রাম,
রব বানান আকাশ-মাটি,
সবই আছে সালাম।

তুমি আমি আত্মা পেয়ে,
ভালো-মন্দে ঝুঁকি,
রব দেখান কোনটা সোজা,
আর কোনটা ধুঁকি।

যে নিজেকে রাখে পরিষ্কার,
ভয় রাখে প্রাণে,
জান্নাত তারই জন্য সাজানো,
রহমতেরই টানে।

যে কিনা নষ্ট করে নফস,
চায় না ভালো পথ,
পাপে ডুবে যায় সে অন্ধ,
ভাঙে সবই রথ।

সামূদের এক গোঁয়ার দল,
শোনে না নবী কথা,
আল্লাহর সেই উটনিকে
মারে নিষ্ঠুর ব্যথা।

ভয় ছিল না হৃদয়ভরে,
চায়নি কোন মাফ,
রব দিলেন ধ্বংস তাতে,
শেষ তাদের সব।

এইসবই আছে শিক্ষা ভাই,
কে নেয় কদর আজ?
যে চলে রবের পথ ধ’রে—
তারে দেন সিরাজ।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন