✍️ তরিকুল ইসলাম খালাসী
বলো হে প্রিয়! আল্লাহ একজন,
নাই তাঁর কোনো জোড়া,
তিনি অমুখাপেক্ষী রব,
আছেন আপন অহরা।
জন্ম নেন না, কাউকে দেন না,
তিনি অনাদি চির,
তাঁরই আদেশে চলে বিশ্ব,
তাঁরই কৃপায় নীর।
নেই তাঁর মতো কোনো সত্তা,
নেই সমান দুনিয়া,
তিনি ছাড়া উপাস্য নন —
এই তো ঈমান জিয়া।
সৃষ্টি, পালন, ধ্বংসে তিনিই
করেন একক কাজ,
তাঁরিই নামে জপে জগত,
চলে শান্তির রাজ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন