✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আত্-তাকাসুর (সূরা ১০২) অবলম্বনে
---
ধন-সম্পদ, নাম ও যশে,
ডুবে আছে মন,
গোনার নেশায় মানুষ ছুটে,
ভোলে সে জীবন।
কবরেতে ঢুকলে তবে,
চোখ খুলে যায়,
তখন কিন্তু কিছু বলা,
হবে না আর ভাই।
ভেবেছিলে এই দুনিয়াই,
চির চলবে হায়!
আখিরাতে হিসাব আছে,
সেই দিন আসবেই।
যদি আগে জানতে তুমি,
শেষ কেমন হয়,
তবে এমন গোনার নেশা,
করতে না তো জয়।
আগুন হবে সামনে তোমার,
রবই তা দেখাবেন,
যারা করে অবাধ্যতা,
তাদের মাঝেই দেবেন।
সেই আগুনে পুড়বে তারা,
ভাবেনি যারা পরে,
ভেবেছে যে, শুধু ভোগে,
সব সুখ আছে ঘরে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন