✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আত্-তীন (সূরা ৯৫) অবলম্বনে
---
তিনে ডালে ফল ঝুলে ভাই,
তুর পাহাড় খাঁড়া,
এই শহরটা মোবারক –
মক্কা পবিত্র ধারা।
রব করলেন কসম দিয়ে,
এই সব চিহ্ন ধরে,
সত্য পথে ধরে মানুষ
গড়লেন শ্রেষ্ঠ করে।
কিন্তু যারা ভুল পথে যায়,
চলায় না সে ঠিক,
পড়ে গিয়ে হয় দুর্বল,
জীবন হয় ক্ষতিক।
যারা সৎ কাজ বুকে,
রবের নামে রাখে,
তাদের জন্য জান্নাত সাজে,
সুখের আলো মাখে।
বিচার কি আর হবে না ভাই?
কে দেবে সে জবাব?
আল্লাহই তো বিচারক,
ন্যায়ের মালিক সব।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন