একটি বড় খবর
✍️ তরিকুল ইসলাম খালাসী
জিজ্ঞেস করে মানুষ সবাই,
কি সে বড়ো খবর?
যে খবরে সব কাঁপে গায়,
শোনে না কেউ জবর।
একদিন তো সবাই জানবে,
যখন বাজবে ঘণ্টা,
আকাশ হবে চুরমার,
ধরবে ভয়ের ছাঁটা।
পাহাড় হবে ধুলোবালি,
ভেসে যাবে জলে,
মহান রবের সামনে সবে,
দাঁড়াবে এক ছলে।
আমরা কেমন জীবন কাটাই,
তা-ই লেখা হয় ঠিক,
যা করেছি সবার হিসাব,
আসে একদিন টানিক।
পুণ্য যারা জমিয়ে রাখে,
পাবে বেহেশ্তের ছায়া,
কাফের যারা অবাধ্য,
তাদের আগুন খায়া।
সেথা শান্তি নাইকো মোটে,
না থাকে কিছু ঠাঁই,
গরম পানি, জ্বলন্ত আগুন,
সারাটি জীবন দায়।
এই সবই এক সঠিক কথা,
আছে এতে শিক্ষা,
যে ভয় পায় আল্লাহ্র ডাকে,
সে পায় মুক্তির দীক্ষা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন