মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দায়িত্ব

দায়িত্ব
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

দায়িত্ব বুঝেই করলে পালন
আসে নেমে সুখ,
রাজা প্রজার ভালোবাসায়
পালায় সকল দুঃখ।

গোড়ে ওঠে ভাতৃত্ব আর
হৃদয় ভরা শান্তি,
সম্প্রীতির এই ঝলমলেতে
রয় না কোনো ক্লান্তি।

হিংসা বিদ্বেষ রয় না তখন
রয় না অপবাদ,
সবাই মিলে ভালোবাসার
করে যায় আবাদ।

চলুক এ পথ যুগে যুগে 
আসো খুলি হৃদয়, 
দায়িত্ব বুঝেই নিজ নিজের 
হৃদয় করি জয় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন