✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-ফীল (সূরা ১০৫) অবলম্বনে
হাতি নিয়ে এল সৈন্যদল,
কাবা করতে ক্ষয়,
আব্রাহা যে গর্ব করতো,
রব দিলেন ভয়।
ভাবলো জিতে নেবে সবাই,
নেবে কাবার মান,
আল্লাহ পাঠাল পাখি দল,
পাথর ছিলো প্রাণ।
তাদের মুখে আগুন পাথর,
ছুঁড়লো একসাথে,
সব গর্ব আর সেনাবাহিনী,
গেলো মাটির সাথে।
দেখলে যেন খড়ের গাদা,
চূর্ণ হলো তারা,
রবের সেনা কীভাবে আসে —
দুনিয়াও বুঝলো সারা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন