✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-আ‘লা (সূরা ৮৭) অবলম্বনে
---
ঘোষণা করো, পবিত্র রব,
সবচেয়ে মহান,
তিনিই সব গড়েছেন ভাই,
পর্যবেক্ষক জান।
দেন তিনি রূপ ও গঠন,
মাপজোখ ঠিকঠাক,
পথও দেন সঠিক জানি,
গোল করে না বাঁক।
তিনি জীবন দেন গাছপালায়,
রিজিক দেন সবার,
সবুজ করে, পরে তা হয়,
ভস্ম-ভরা কাঠার।
তোমায় তিনি শেখালেন,
বলো যেন ঠিক,
তিনি জানেন যা গোপনে,
আর প্রকাশ্য দিক।
তুমি স্মরণ দাও ওদের,
যদি তারা চায়,
যে ভয় করে, সে-ই শেখে,
রবের পথেই যায়।
অভাগারা এড়িয়ে চলে,
নিয়ে পিঠের বোঝা,
জ্বলবে তারা আগুনে ভাই,
পাবে শুধুই সাজা।
যারা পায় পরিশুদ্ধ প্রাণ,
তাদের জন্য শান্তি,
যিকর করে লাভ করে ভাই,
নয় সে অগণিতি।
তারা জানে দুনিয়া ক্ষণিক,
আখিরাতে জয়,
এটাই তো সঠিক পথ ভাই,
মিথ্যা এতে নয়।
এই বাণী ছিলো আগে,
ইব্রাহিম-মূসার,
যারা ভয় করে সেই পায়,
চায় না যারা হার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন