✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-হুমাযা (সূরা ১০৪) অবলম্বনে
---
যে বদনাম করে সবাইকে,
পিছনে দেয় গালি,
রবের কাছে সে সত্যিই
পাপে ভরা খালি।
ধন জমিয়ে ভাবে সে যে,
চিরকাল তা রবে,
মৃত্যু এলে কিছুই থাকবে?
সবই মাটির হবে।
সে জানে না শাস্তি কেমন,
আগুন কেমন জ্বলে,
জাহান্নামের আগুন ঠাঁই,
পুড়বে চিরকালে।
হৃদয় ভেদে ঢুকবে আগুন,
চেপে ধরবে প্রাণ,
রবের শাস্তি বড়ই কঠিন,
কাঁপে সারা জ্ঞান!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন