বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

কাউসারের দান✍️

🌸 কাউসারের দান

✍️ তরিকুল ইসলাম খালাসী

আমরা দিলাম কাউসার দান,
নবীর জন্য বয়ে,
তুমি তবে নামাজ কোরো,
কোরবানি দাও হয়ে।

নিন্দুকেরা যতই বলুক,
নবী একা নন,
তাদের চিহ্ন মুছে যাবে,
থাকবে না সে বন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন