✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-বাইয়্যিনাহ (সূরা ৯৮) অবলম্বনে
---
সবাই ছিলো দ্বিধার মাঝে,
সত্য কে আর চায়?
রব পাঠালেন প্রিয় নবী,
আলো দিলেন ভাই।
তিনি এলেন কুরআন নিয়ে,
পবিত্র সে কথা,
যে তা মানে — পায় সে জ্ঞান,
জেগে ওঠে ব্যথা।
আগের কিতাব ছিল তাদের,
তবু বুঝলো কই?
নবীর কথা মানলো না কেউ,
চলার সঠিক নয়।
যারা রবের পথে চলে,
সৎ কাজে দেয় মন,
তাদের জন্য জান্নাত সাজে,
শান্তিরই সেই ধন।
আর যারা করে গাফিল,
চায় না ভালো হক,
তাদের জন্য আগুন আছে,
আছে ভয়ানক শোক।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন