সোমবার, ৯ জুন, ২০২৫

জীবন বিক্রি করেছি

📜 জীবন বিক্রি করেছি 
✍️ তরিকুল ইসলাম খালাসী
🏡 মধ্যবেনা, বাদুড়িয়া (কোলকাতা)
---
জীবন বিক্রি করেছি আমি  
মালিক আল্লাহর হাটে,
জান্নাত পেলাম দাম স্বরূপ 
চিরসুখের পাটে।

রক্ত ঝরুক এই পথে  
মুখে নেইকি ক্লান্তি,
শাহাদাতই স্বপ্ন আমার  
তাতেই আছে শান্তি।

কাটে যদি মাথা তবু 
ফিরবো না সে ডাকে,
মৃত্যু এলে হাসিমুখে 
যাবো জান্নাতের দিকে।

বাণী এসেছে তাওরাতে 
ইনজিলে, কুরআনে,
চুক্তি এই মু’মিনদের  
লিপিবদ্ধ আসমানে।

ফকির হলাম দুনিয়াতে 
জান্নাত আমার রাণী,
আল্লাহর পথেই লুকিয়ে আছে 
চির শান্তির বাণী।

সৌভাগ্য এই বায়আতের 
নেই তাতে ক্ষয়,
সফল সেই, যাহার অন্তর 
আল্লাহতেই রয় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন