✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আত-তারিক (সূরা ৮৬) অবলম্বনে
---
শপথ ওই আকাশ রাত্রির,
তারার ঝিলমিল,
উজ্জ্বল এক তারা আছে,
সবার মাঝে মিল।
তুমি কি তা জানো ভাই,
কি সেই তারার ডাক?
যা লুকানো সত্য বয়ে,
জাগায় আল্লাহভাক্।
প্রতিটি প্রাণ পাহারায় ভাই,
রব রেখেছেন লোক,
যা কিছু হয়, লেখে তারা,
লুকায় না এক চোখ।
মানুষ দেখে না কীভাবে,
হলো তার শুরু?
একফোঁটা জল ছিল শুধু,
নেই তাতে গরু।
রক্ত-মাংসে গড়েন রব,
দিলেন জীবনের ধারা,
তিনি আবার বানাতে পারেন,
যখন চায় সে মারা।
যেদিন খুলে যাবে সব,
গোপন মন-ব্যথা,
চুপ থাকবে তখন মুখ,
বলবে না কেউ কথা।
এই কুরআন মজার কিছু,
এমন ভাবো না,
এতে আছে ভয় আর শিক্ষা,
মিথ্যা কিছু না।
পাপীরা করে ফাঁদ রচনা,
লুকিয়ে গোপনে,
আল্লাহও দেন ফাঁদের জবাব,
পরিকল্পনা পুণ্যে।
তাই এখন তাদের ছেড়ে,
দাও যে অবকাশ,
রবই জানেন কে কখন,
পাবে কোন সর্বনাশ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন