রবিবার, ১৫ জুন, ২০২৫

যুবক তুমি নবীর সেনা

যুবক তুমি নবীর সেনা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

আলো-আঁধার পথের মাঝে  
জ্বলুক ঈমান দীপ,  
যুবক তুমি নবীর সেনা,  
হয়ো না দাম্ভিক। 

বিপদ এলে ভয় পেও না,
রবকে করো স্মরণ,
তোমার শক্তি তাকওয়াতে,
এই তো চিরধরণ। 
যদি তুমি সত্যে থাকো.. 
হবে যে নির্ভীক ।
যুবক তুমি নবীর সেনা,  
হয়ো না দাম্ভিক। 
আলো-আঁধার....…..... 

তাকওয়া দিয়ে গড়ো সমাজ 
জাগাও তোমার জাতি, 
ভালো পথেই অর্জন করো 
তুমি তোমার খ্যাতি । 
মিথ্যা পথে হেঁটো না ভাই..
হাঁটে মুনাফিক ।
যুবক তুমি নবীর সেনা,  
হয়ো না দাম্ভিক। 
আলো-আঁধার....…..... ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন