আল্লাহ রাব্বুল আলামিনের নামে,
যিনি কলম ধরিয়ে দেন, বাণী দেন, ইলহাম দেন।
উৎসর্গ করছি—
👉 সেই সকল ইমানদার হৃদয়কে,
যারা কুরআনের আলোয় জীবন গড়তে চায়,
👉 সেই সকল শিক্ষক ও অভিভাবককে,
যারা তরুণ প্রজন্মকে দীনী জ্ঞান দিতে চেষ্টারত,
👉 এবং সেই সকল ভাই-বোনকে,
যারা ছন্দে খুঁজে পান ঈমানের স্পর্শ।
আরও উৎসর্গ করছি—
আমার প্রিয় পিতা-মাতা ও পূর্বপুরুষদের প্রতি,
যাদের দোয়া, ত্যাগ ও ভালোবাসা আমার পথচলার পাথেয়।
আল্লাহ তাআলা তাঁদের সবাইকে উত্তম প্রতিদান দিন,
এবং আমাদের সবাইকে কুরআনের আলোয় জীবন গড়ার তাওফিক দান করুন।
আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন