সোমবার, ২৩ জুন, ২০২৫

নেশা মুক্ত সমাজ গড়ো

নেশা মুক্ত সমাজ গড়ো
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

তুমি হবে আগামীকালের
দেশ গড়ার কারিগর,
নেশা মুক্ত সমাজ গড়ো
হৃদয় করো পরিষ্কার।

মদের নেশা ধ্বংস আনে
ভেঙে ফেলে সুখ,
জীবন মানে স্বপ্নভরা
নিও না সাথে দুঃখ।

নেশার জালে জড়িয়ে গেলে
হেরে যাবে জীবন,
আলো মুছে অন্ধকার ওই
হবে তোমার আপন।

চোখে মুখে আগুন, ও ভাই,
দিও না আর ভরে,
কুসঙ্গ থেকে তাই তো বলি—
থাকো অনেক দূরে।

ভাঙে সংসার, বাড়ে হাহাকার,
দুঃখেই ভরে মন,
কুকুর, বিড়াল, শিয়ালের মতো
আসে তখন মরণ।

ফিরে এসো বন্ধু আমার,
বদলাও এই জীবন,
রবের ডাকে দাও গো সাড়া—
হবেই ফুলের মতন।

তুমি হবে আগামী দিনের
আলোকিত পথিক,
সত্য-মর্যাদা আঁকো বুকে,
হয়ো না আর দাম্ভিক।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন