মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ইসলাম শেখায় ভালো কথা

ইসলাম শেখায় ভালো কথা 
তরিকুল ইসলাম খালাসী 
মধ্যবেনা বাদুড়িয়া (কোলকাতা) 

ইসলাম শেখায় ভালো কথা,
মানুষ গড়ে নৈতিকতা,
সত্য বলো, মিথ্যা ছাড়ো,
গড়ে তোলো একতা।

মায়া-মমতা, দয়া শেখায়,
হিংসা ছেড়ে ভালোবাসায়,
ত্যাগ বিনিময় লোভকে ছাড়ি,
সময় যে ফুরায়।

আত্মা গড়ো দ্বীন শিক্ষায়,
মানুষেরই ভেদাভেদ নাই,
কালো সাদার দিনটি শেষ,
ইসলাম বলে ভাই।

প্রেম, করুণা, ধৈর্য দিয়ে,
রবের বাণী সঙ্গে নিয়ে,
সৎকর্মে মনটা যেন,
পড়ে থাকে ভাই।

ক্ষমা-দান নিয়ে সাথে,
থেকো তুমি গরিবের পাশে,
হালাল খাদ্য দাও গো তুলে,
হৃদয় থেকে ভালোবেসে।

চলো সবাই দ্বীনকে মানি,
সত্য পথেই জীবন টানি,
খুলে দেখি জীবন বিধান,
তবেই পাবো পরিত্রাণ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন