বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ক্বারিয়ার দিন

📜 ক্বারিয়ার দিন
✍️ তরিকুল ইসলাম খালাসী
📖 সূরা আল-ক্বারিয়া (সূরা ১০১) অবলম্বনে


---

ভয়ংকর এক দিন আসবে,
কাঁপবে সব পাহাড়,
সবাই বলবে — কী যে হলো,
ভয়েই কাঁপে গাঁড়।

মানুষ হবে পাতার মতো,
উড়বে বাতাসে,
পাহাড়গুলো হবে তুলো,
ভেঙে যাবে পাশে।

যার আমলভর খাতা ভারী,
পাবে সে সম্মান,
জান্নাত হবে তার ঠিকানা,
সুখে ভরা স্থান।

আর যার খাতা খালি পড়ে,
ভালো কিছু নাই,
নিয়তির সেই আগুন ঘর,
জ্বলছে যেখানে চাই।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন