✍️ তরিকুল ইসলাম খালাসী
ভোরের প্রভু, তোমারই কাছে
চাই যে আশ্রয় পাকা,
সব অশুভ আর ক্ষতি থেকে
রাখো আমায় ঢাকা।
রাতের আঁধার ঢেকে যখন
মনটা নামে ঘরে,
তোমারি নিকট বলি মিনতি —
ভয় যেন না ধরে।
যে যাদুতে বাঁধে বন্ধন,
হিংসা ছড়ায় প্রাণে,
তার ছায়া থেকে তুমি রক্ষা
করো আমার জানে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন